হাফলং (অসম), ২৯ আগস্ট (হি.স.) : আসন্ন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপি পুনরায় ক্ষমতায় ফিরবে, দাবি করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
চলতি বছরের ডিসেম্বরে বা ২০২৪ সালের জানুয়ারিতে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন এগিয়ে নিয়ে আসা হতে পারে বলেও খবর। আগামী বছরের জুনে বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য পরিষদের মেয়াদ সম্পূর্ণ হবে।
পার্বত্য পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা বলেন, ২০১৯ সালে পার্বত্য পরিষদের নির্বাচনে পরিষদের ২৮টি আসনের মধ্যে বিজেপি ১৮টি আসনে জয়ী হয়েছিল। তবে এবারের নির্বাচনে ২৮-এর মধ্যে ২৫টি আসনে জয়ী হবে বলে আশা প্রকাশ করছেন দেবোলাল। তিনি বলেন, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে ডিমা হাসাও জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। যার দরুন আগামী নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরিষদ দখল করবে।
দেবোলাল বলেন, উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনে কংগ্রেস একটি আসনেও জয়ী হতে পারবে না। পরিষদের ২৮টি আসনের মধ্যে যে তিনটি আসনে লাড়াই হবে সেই আসনগুলিতে বিজেপি ও নির্দল প্রার্থীর মধ্যে লড়াই হবে। কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনও লড়াই হবে না বলে দাবি করেন তিনি।
সিইএম গার্লোসা বলেন, কংগ্রেস নেতাদের এখন আর তেমন কাজ নেই। জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার নিজেই কোন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও ঠিক করতে পারছেন না। দেবোলাল বলেন, সমরজিৎ হাফলংবারকে এখন রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া উচিত।
দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, পার্বত্য পরিষদের আগামী নির্বাচনে হাফলং আসন ও গরমপানি আসনে বিজেপি প্রার্থী হবেন, তা ১০০ শতাংশ নিশ্চিত। এবারের নির্বাচনে বিজেপির প্রার্থিত্ব লাভের দাবিদার অনেক। দলীয় টিকিটকে কেন্দ্র করে দলকে বড়সড় সমস্যায় পড়তে হবে কিনা প্রশ্নের জবাবে দেবোলাল বলেন, প্রার্থিত্বের বিষয় ঠিক করবেন দলীয় নেতৃত্ব। তবে পরিষদের বেশ কিছু আসনে একাধিক প্রার্থিত্বের দাবিদার রয়েছেন ঠিকই, অবশ্য যাঁদের বেশি জনসমর্থন রয়েছে বা সাধারণ মানুষের উন্নয়নে কাজ করবেন প্রার্থিত্ব প্রদানের ক্ষেত্রে ওই সকল প্রার্থীকেই দল অগ্রাধিকার দেবে বলে জানান তিনি।
দেবোলাল বলেন, দলীয় প্রার্থিত্ব নিয়ে তেমন সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তাই দলীয় টিকিট নিয়ে কোনও ধরনের সংঘাত হওয়ারও প্রশ্নই ওঠে না বলে জানিয়ে দেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।