ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।।ফুটবল জ্বরে আক্রান্ত দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমা। ফাইনাল ম্যাচ নিয়ে। বুধবার মহারণে মুখোমুখি হবে পতিছড়া ও পি এফ সি এবং কন্টাক্টর অ্যাসোসিয়েশন। ডি বি সি স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। শান্তিরবাজার স্কুল মাঠে হবে ম্যাচটি। দেশবন্ধু ক্লাবের উদ্যোগে। শান্তিরবাজার যুব মোর্চার সহযোগিতায়। আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। ফাইনাল ম্যাচে মাটে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক প্রমোদ রিয়াং, চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, এস ডি এম অভাদানন্দ বৈদ্য প্রমুখ। ফাইনাল ম্যাচ নিয়ে দুই শিবিরেই উত্তেজনার পারদ চড়ছে। দুদলই মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে কন্টাক্টর অ্যাসোসিয়েশন বলে মনে করছেন মহকুমার ফুটবল প্রেমীরা। উদ্যোক্তা কমিটির সভাপতি দেবাশিষ ভৌমিক ফাইনাল ম্যাচ সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়েছেন।
2023-08-29