জাকার্তা, ২৯ আগস্ট (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালি সমুদ্রাঞ্চল। ইন্দোনেশিয়ার বালি সমুদ্র অঞ্চলে মঙ্গলবার ভোরে ভূকম্পণ অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০। ইউরোপিয়ান মেডিটিরিনিয়ান সিসমোলজিকাল সেন্টার (ইএমএসসি) এই খবর দিয়ে জানিয়েছে কম্পণের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৫১৬ কিলোমিটার গভীরে, মাতারামের ২০৩ কিলোমিটার উত্তরে।
সিসমোলজিকাল কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় ভোর তিনটে পঞ্চান্ন মিনিটে উপকূলবর্তী বালি ও লাবুয়ান লম্বক এলাকা কেঁপে ওঠে। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।