ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। সিনিয়র মহিলা ক্রিকেটারদের ট্রায়াল ক্যাম্প চলছে। এদিকে, অনূর্ধ্ব ২৩ উইমেন্স ক্রিকেটারদের থেকে বাছাইকৃত ২২ জনকে নিয়ে ট্রায়াল ক্যাম্প শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে।
ট্রায়াল ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো : অম্বেষা দাস, প্রিয়াঙ্কা সাহা, তনুশ্রী সাহা, মমিতা দেব, নিকিতা সরকার, প্রিয়া সূত্রধর, অন্তরা দাস, মেঘা সরকার, প্রিয়াঙ্কা নোয়াতিয়া, শিল্পী দেবনাথ, পূজা দাস, সেবিকা দাস, দেবাদৃতা দেব, অনামিকা দাস, প্রিয়া ত্রিপুরা, পূজা পাল, রুমা দাস, নিবেদিতা দাস, টুম্পা দাস, হিরামনি গৌড়, দেবযানী দেব, জুয়েল ভাওয়াল। সাপোর্ট পার্সোনেল হলেন: চীফ কোচ সন্দীপ দাহাদ, কোচ রুমা দাস, দেবব্রত চৌধুরী; স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ হর্ষিতা কৃষ্ণমূর্তি, ফিজিও পাপিয়া দেবনাথ, লোকেল ম্যানেজার অনামিকা দেবনাথ। বাছাইকৃত সকলকে ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে টিসিএ-র সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে আহ্বান জানিয়েছেন।