পাথারকা‌ন্দির ‌বি‌ভিন্ন বনাঞ্চলে ফের উচ্ছেদ অভিযান

পাথারকা‌ন্দি (অসম), ২৮ আগস্ট (হি.স.) : পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার তিন‌টি ফ‌রেস্ট রেঞ্জ যথাক্রমে পাথারকা‌ন্দি, দোহা‌লিয়া ও লোয়াইর‌পোয়া এলাকায় দীর্ঘদিন ধ‌রে বনদস্যু্‌রা বনাঞ্চল ধংস ক‌রে পান চাষের পাশাপা‌শি ব্যান সো মে‌শি‌নে কাঠ চি‌রে অন্যত্র পাচা‌র করছে। অব‌শে‌ষে সাউদার্ন কাছা‌ড়ের সি‌সিএফ শিবকুমা‌রের ক‌ঠোর নি‌র্দেশে ন‌ড়েচ‌ড়ে বস‌লেন ক‌রিমগঞ্জের ডিএফও চির‌ঞ্জিত জৈন।

জৈনের নি‌র্দেশে গত কয়েকদিন ধ‌রে এলাকার প্রতি‌টি ফ‌রেস্ট রেঞ্জ এলাকার হালহ‌কিকৎ দলবল নি‌য়ে স‌রেজ‌মি‌নে খ‌তি‌য়ে দেখ‌ছেন এসিএফ দেব‌জ্যো‌তি নাথ। আজ সোমবারও তি‌নি পাথারকা‌ন্দির কাঁঠালত‌লি এলাকা সহ লোয়াইর‌পোয়া এলাকার চন্দ্রপুর ও প‌রে দোহা‌লিয়া রে‌ঞ্জের সলগই বিট এলাকার পরিস্থিতি খ‌তি‌য়ে দে‌খেন।

এদি‌কে আজ দোহা‌লিয়া ফ‌রেস্ট রেঞ্জ এলাকার সলগই বিট অফিসার আব্দুল হা‌সিব লস্কর দলবল নি‌য়ে পিংছড়া, হৈলামছড়া, পেঁচারঘাট, কি‌র্তে, শন‌টিলা, লক্ষ্মীমালা প্রভৃ‌তি এলাকার সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে গোপ‌নে গ‌ড়ে তোলা পান জুমের একাংশ গুঁড়ি‌য়ে দেন। বা‌কি অংশ শীঘ্রই ধংস করা হ‌বে ব‌লে প্রতিশ্রু‌তি দেন তিনি।