মরিগাঁওয়ে প্ৰাক্তন গৃহরক্ষী জওয়ান সহ ধৃত দুই সাইবার অপরাধী

মরিগাঁও (অসম), ২৭ আগস্ট (হি.স.) : মরিগাঁও পুলিশের সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। গতকাল শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জনৈক প্ৰাক্তন গৃহরক্ষী জওয়ান (হোমগার্ড) সহ দুই সাইবার অপরাধীকে ধরেছে।

মরিগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার সমীরণ বৈশ্য অভিযান চালিয়ে বরসলার পটুয়াকাটা থেকে আটক করেছেন নওশাদ আলি এবং উমর ফারুক নামের দুই সাইবার অপরাধীকে। নউশাদ আলি আগে গৃহরক্ষী জওয়ান হিসেবে কৰ্মরত ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার সমীরণ বৈশ্য জানান, এই দুই সাইবার অপরাধী গত কয়েকদিনে পৃথক পৃথক ব্যক্তির নামে ১৪ লক্ষ টাকার ঋণ নিয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইটি আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে, জানান পুলিশ অফিসার সমীরণ বৈশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *