ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। পেনচাক ইভেন্ট। এটি এক ধরনের মার্শাল আর্ট। ইন্দোনেশিয়ান মার্শাল আর্টে এই পেনচাক খেলাটি খুবই জনপ্রিয়। ভারত সরকারের স্বীকৃতি রয়েছে এই ইভেন্টে। খেলো ইন্ডিয়ার দ্বারা পরিচালিত হয় এই পেনচাক ইভেন্টটি। রাজ্যে এবারই প্রথম শুরু হলো এই পেনচাক ইভেন্টটি। এন এস আর সি সির বক্সিং হলে রবিবার থেকে মহিলাদের নিয়ে শুরু হলো দুদিন ব্যাপী এই আসর। যা চলবে সোমবার পর্যন্ত। এই ইভেন্টে গোটা রাজ্য থেকে প্রায় ১০০ জন মহিলা খেলোযারেরা অংশগ্রহণ করেছে। এর মধ্য থেকেই জাতীয় আসরের জন্য দল বাছাই করা হবে। রাজ্য পেনচাক সংস্থার সচিব ঊত্তম আচার্য বললেন, অলিম্পিক গেমসে ও অন্তর্ভুক্ত রয়েছে এই পেনচাক ইভেন্টটি। সর্বভারতীয় পুলিশ মিটে ও অন্তর্ভুক্ত রয়েছে এই ইভেন্টটি। রাজ্যে এবারই প্রথম অনুষ্ঠেয় হলো এই ইভেন্টটি। ব্যাপক সাড়া পরিলক্ষিত হলো এদিন এন এস আর সিসির বক্সিং হলে পেনচাক ইভেন্টকে ঘিরে।
2023-08-27

