মিজোরামে সেতু বিপর্যয়ে নিহতদের অর্থ সাহায্য রাজ্যের, চেক তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ

মালদহ, ২৭ আগস্ট (হি.স.): মিজোরামে সেতু বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন মালদহের বেশ কয়েকজন শ্রমিক। রবিবার নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিজনদের হাতে চেক তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মালদহে মন্ত্রী ফিরহাদ বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের (মিজোরাম ব্রিজ বিপর্যয়) নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে বলেছেন এবং তাঁদের যত্ন নেওয়ার বিষয়ে ব্যবস্থা করতে বলেছেন। আমি তাঁদের হাতে চেক তুলে দিয়েছি।”

প্রসঙ্গত, এর আগে মালদহের নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। ফিরহাদ হাকিম এদিন অভিযোগ করেছেন, “যে রাজ্যেই বিরোধী দল ক্ষমতাসীন, সেই রাজ্যেরই রাজ্যপাল, কেন্দ্রীয় সংস্থাগুলি সক্রিয় হয়ে ওঠে।” দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।