নগাঁও (অসম), ২৭ আগস্ট (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত ধিং বিধানসভা এলাকায় মাদক দ্রব্যের বিরুদ্ধে পুলিশি অভিযান অবিরাম চলছে। এরই অঙ্গ হিসেবে নেশার কফসিরাপ সহ কুখ্যাত দুই ড্ৰাগস কারবারিকে বমাল পাকড়াও করেছে পুলিশ। ধৃত দুই মাদক কারবারিকে যথাক্ৰমে শাহজাহান আলি এবং কারিজুল ইসলাম বলে পুলিশ শনাক্ত করেছে।
ধিং থানা সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে টুকটুকির আহোমগাঁও এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ। ওই অভিযানে শাহজাহান আলি ও কারিজুল ইসলামের হেফাজত থেকে বিপুল পরিমাণের মাদক কফসিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। এই দুই কুখ্যাত ড্ৰাগস কারবারি বহুদিন ধরে গোটা জেলায় মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত বলে পুলিশের সূত্রটি জানিয়েছে।