মুম্বই, ২৭ আগস্ট (হি.স) : রবিবার দুপুরে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার গ্যালাক্সি হোটেলে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছে বলে মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে। গ্যালাক্সি হোটেলের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর ৫ জনকে ভিএন দেশাই হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার গ্যালাক্সি হোটেলে দুপুর ১টা ২০ নাগাদ আগুন লাগে। আহতদের ভিএন দেশাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিরা হলেন রূপল কাঞ্জি (২৫), কিষাণ (২৮) এবং কান্তিলাল গোর্ধন ভারা (৪৮)।
আহতরা হলেন আলফা ভাখারিয়া (১৯) এবং মঞ্জুলা ভাখারিয়া (৪৯)। তাদের চিকিৎসা চলছে, এখন তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।