বেঙ্গালুরু, ২৬ আগস্ট (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মহিলা বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযান-৩ মিশনে ভূমিকার জন্য মহিলা বিজ্ঞানীদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “চন্দ্রযান-৩ মিশনে মহিলা বিজ্ঞানীরা মুখ্য ভূমিকা পালন করেছেন।”
২৩ আগস্ট, ঘড়ির কাঁটায় সন্ধ্যায় ৬.০৪ মিনিট। এই মাহেন্দ্রক্ষণেই গত বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণমেরুতে নেমেছিল ইসরোর স্বপ্নযান চন্দ্রযান-৩। পেটে ছ’চাকার রোভার প্রজ্ঞানকে নিয়ে পাখির পালকের মতো ভাসতে ভাসতে চাঁদের মাটি ছুঁয়েছে ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণমেরুতে ঘাঁটি গেড়ে ইতিহাসের পাতায় নাম তুলেছে ভারত। এই সাফল্যে ইসরোর মহিলা বিজ্ঞানীদের ভূমিকাও কম নয়। তাই শনিবার সকালে ইসরোর কার্যালয়ে গিয়ে মহিলাদের বিজ্ঞানীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী মোদী।