চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম ‘শিবশক্তি’, প্রধানমন্ত্রী মোদী বললেন জয় বিজ্ঞান জয় অনুসন্ধান

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (হি.স.): চন্দ্রযান-৩ মিশনের অবতরণস্থলের নাম রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন থেকে চন্দ্রযান-৩ মিশনের অবতরণস্থলের নাম হবে ‘শিবশক্তি’। শনিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) পৌঁছে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দনও জানালেন তিনি। ইসরোর সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, ‘’জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান।”

দক্ষিণ আফ্রিকা ও গ্রীস সফর শেষে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে শনিবার সাতসকালে বেঙ্গালুরু পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে বেঙ্গালুরু বিমানবন্দরের (হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বিমানবন্দর) বাইরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী বলেন, “জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান।” তাঁর কথায়, “আমি দেশে ছিলাম না বলে নিজেকে থামাতে পারিনি, তাই আমি প্রথমে বেঙ্গালুরুতে আসার সিদ্ধান্ত নিয়েছি।” সেখান থেকে ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

ইসরোর কার্যালয়ে পৌঁছে প্রথমেই ইসরোর প্রধান এস সোমনাথের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী। চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এরপর চন্দ্রযান-৩-এর সাফল্যের নেপথ্যে থাকা ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন প্রধানমন্ত্রী। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *