আগরতলা, ২৫ আগস্ট।। নিউ দিল্লী ন্যাশনাল ইয়ুথ প্রজেক্ট ত্রিপুরার রাজ্য কাউন্সিল প্রতিনিয়ত রাষ্ট্রেরহীতে বিভিন্ন রকম সামাজিক কমর্কান্ড করে যাচ্ছে।এরই অঙ্গ হিসেবে আগামী ২৮ আগস্ট বেলা ১১ ঘটিকায় ভাটি অভয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশকে দুষক্ত করার লক্ষে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযান এক শীর্ষক নিয়ে কারিব্যাগ বজর্নের জন সচেতনতা শিবির অনুষ্ঠিত করবে।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতল পুর নিগমের সদস্য শ্রীমতি শান্তনা সাহা এবং বিশেষ অতিথি শ্রীমতি ভাস্বতী দেবর্বমা।
উল্লেখ্য যে, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ণ্ত্রন পর্ষদের সহযোগিতা এবং নিউদিল্লী ইয়ুথ এজেক্ট ত্রিপুরা রাজ্য কাউন্সীলের উদোগে শিবি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলের উপস্হিতি ও সহযোগিতা কামনা করেছেন সম্পাদক দীপক কুমার সিনহা।