ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।।পঞ্চম আন্ত: মেট্রিক্স দাবা প্রতিযোগিতা ৩ সেপ্টেম্বর। কৃষ্ণনগর আকাদেমির অফিসবাড়িতে হবে আসর। দু-বিভাগে হবে খেলা। প্রতি বিভাগে প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে ট্রফি দেওয়া হবে। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৩০০ টাকা এন্ট্রি ফি সহ ২ সেপ্টেম্বর বিকেল ৫ টার মধ্যে আকাদেমির কোচ কিরীটী দত্ত-র (৭০০৫২৯১৯৭৬) কাছে নথিভুক্ত করতে বলা হয়েছে। আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী।
2023-08-25