BRAKING NEWS

বিপুল সমাগম বিজেপি-র প্রতিবাদ মিছিলে

কলকাতা, ২৫ আগস্ট (হি. স.) : “তাঁরা কোনওভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে চান না। তাঁদের এই মিছিল মাদক বিরোধী, রাগিং বিরোধী। যাদবপুরের যাঁরা দেশকে টুকরো টুকরো করার কথা বলে, তাদের সতর্ক করে দেওয়াই এই প্রতিবাদ মিছিলের লক্ষ্য।”

শুক্রবার গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত বিজেপি যুব জনতা মোর্চার মিছিল থেকে এই বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট এই মিছিলের জন্য সময় বেঁধে দিয়েছিল।

প্রাকৃতিক পরিবেশ প্রতিকূল থাকা সত্বেও এই মিছিলে বিপুল জনসমাগম হয়। আগে ঘোষণা করা হয়েছিল মিছিলে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন। কিন্তু তিনি ছিলেন না। দলের তরফে বলা হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক থাকায় সুকান্তবাবু আসতে পারেন নি।

বিশ্ববিদ্যালয়ের চার নম্বর ফটকের বাইরে মিজিলকারীরা নানা রকম ধ্বণি দেয়। তালাবন্ধ ফটকের ভিতরে ছিল একদল ছাত্র। একজন জুতো, একজন প্লাস্টিকের বোতল দেখায়। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন একদল অধ্যাপক। এই দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে সাংবাদিকদের তাঁরা বলেন, “অযাচিত কোনও ঘটনা বা অশান্তি যাতে না হয়, সে কারণে আমরা আজ এখানে।” এর প্রতিক্রিয়ায় শুভেন্দুবাবু পরে সাংবাদিকদের বলেন, ওরা এখনও বিশেষ উদ্দেশ্য নিয়ে আছেন। আমাদের ছেলেরা চামড়া খুলে দিতে পারত। হাইকোর্টকে সম্মান জানিয়ে কিছু করিনি।

বিজেপি-র এই পদযাত্রায় অংশ নেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, যুব জনতা মোর্চার রাজ্য সভাপতি ডঃ ইন্দ্রনীল খান প্রমুখ। পদযাত্রাকে সুরক্ষা দেওয়ার বিশেষ নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তাই ছিল বিপুল পুলিশি ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *