ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ সম্পর্কে পশ্চিমবঙ্গকে সতর্ক করেছে কেন্দ্র : ডঃ মনসুখ মান্ডভিয়া

কলকাতা, ২৫ আগস্ট (হি.স.): ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ সম্পর্কে পশ্চিমবঙ্গকে সতর্ক করেছে কেন্দ্র। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া।

তিনি বলেছেন, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ সম্পর্কে অন্য রাজ্যের মত এই রাজ্যকে আগেই সতর্ক করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া দু’দিনের সফরে গত সন্ধ্যায় রাজ্যে এসেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার কলকাতায় নিজ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আয়ুষ্মান ভারত ও ইনফ্রাস্ট্রাকচার মিশন নিয়ে পর্যালোচনা বৈঠক করেন।
পশ্চিমবঙ্গে জাতীয় হেলথ মিশন বাস্তবায়ন নিয়ে বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, “আজ আমার পশ্চিমবঙ্গ সফরের সময় আমি জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন, যক্ষ্মা নির্মূল কর্মসূচি, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলি ব্যাপকভাবে পর্যালোচনা করেছি।”