আগরতলা, ২৪ আগস্ট: জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া।আজ বক্সনগর যোগদান সভা থেকে তাকে দলে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
প্রসঙ্গত,গতকাল প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তিনি প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির সদস্য, প্রদেশ কংগ্রেসের ওয়াকিং কমিটি প্রেসিডেন্ট এবং এআইসির সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি দিয়েছিলেন।তার দল ত্যাগের সংবাদ চাউর হতে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল।সাম্প্রতিক বিল্লাল মিয়ার বাড়িতে সাক্ষাৎ করেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।এরপরই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছিল।