রায়পুর, ২৩ আগস্ট (হি.স.) :চাঁদের মাটিতে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর বিজ্ঞানী ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
তিনি বলেন, আমাদের বিজ্ঞানীরা তাদের মেধা দিয়ে এই কঠিন মিশনে সফল হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে, যেখানে পৃথিবীর কোনো দেশ আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি। এবং চাঁদে পৌঁছানো বিশ্বের চতুর্থ দেশ। এ অর্জনে দেশের মানুষ গর্বিত। ছত্তিশগড়ের তিন কোটি নাগরিকের তরফে মুখ্যমন্ত্রী এই মিশনের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন।