ভোপাল, ২৩ আগস্ট (হি.স) : ভোপালের রবীন্দ্র ভবনে বুধবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ -এর ১০০ পর্বের একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।
এই কর্মশালায় মন কি বাত-এর বিভিন্ন বিষয় নিয়ে ভারত ও বিদেশের ১০০ জন বক্তা একই প্ল্যাটফর্মে দীর্ঘ সময় বক্তব্য রাখবেন। ১০০ জন শ্রোতা এই অনুষ্ঠানটি শুনবেন। প্রতিটি বক্তার সামনে ১০০ জন নতুন শ্রোতা থাকবে।
এই কর্মশালার আয়োজন করছে মধ্যপ্রদেশ টাস্ক ইন্টারন্যাশনাল পাবলিক পলিসি রিসার্চ সেন্টার।অনুষ্ঠানে সামাজিক সচেতনতার জন্য ১০০টি রেজুলেশনও নেওয়া হবে।
কর্মশালার সমন্বয়কারী ড. রাঘবেন্দ্র শর্মা বলেন, ‘মন কি বাত’ অনুষ্ঠান সোনার ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কর্মশালাটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে। এই কর্মশালার জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে।
ডঃ শর্মা আরও জানান, কর্মশালাটি ২৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ভোপালের রবীন্দ্র ভবনে চলবে। প্রতিটি কর্মশালার ভিতরে জল সংরক্ষণ, দেহদান, চক্ষুদান এবং নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকারও নেওয়া হবে।
প্রধানমন্ত্রী মোদী ‘মন কি বাত’ অনুষ্ঠানে যাদের সঙ্গে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে এতদিন আলোচনা করেছেন তাদের কর্মশালায় সংবর্ধিত করা হবে বলেও সূত্রের তরফে জানা গিয়েছে।
গড়ে ২৩ কোটি মানুষ ‘মন কি বাত’ অনুষ্ঠানটি শোনেন। বিশ্বের বহু শ্রোতা এই অনুষ্ঠানটি শোনেন। কর্মশালায় ডক্টর শর্মার বইয়ের প্রথম অংশও প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।