কলকাতা, ২২ আগস্ট (হি.স.): মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দুই দিনাজপুর এবং মালদহ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বেশি বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। যদিও, মঙ্গলবার ভোরের দিকেও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে এই মুহূর্তে সবথেকে বেশি ভোগাচ্ছে ঘর্মাক্ত গরম ও আর্দ্রতার অস্বস্তি
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী পাঁচ দিন মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়া উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলাতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আদ্রর্তার পরিমাণ বাড়বে। এর ফলে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ ও ২৫ আগস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু’-একটি জেলায়। ২৬ আগস্ট কিছুটা বৃষ্টি বাড়তে পারে।

