আগরতলা , ২২ আগস্ট : রাস্তার দুইপাশে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে কৈলাসহর পুর পরিষদ এবং মহকুমা প্রশাসন। আজ সকালে কৈলাসহর শহরের পানিচৌকি বাজার, সেন্ট্রাল রোড সহ বেশ কয়েকটি এলাকায় থাকা দোকানগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মহকুমাশাসক প্রদীপ সরকার বলেন, যানজটমুক্ত ও পরিষ্কার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযান শেষে কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার জানান, অবৈধভাবে দোকান পাঠ নির্মানের ফলে বাজারে এবং শহরের রাস্তা ছোটো হচ্ছে। এর ফলে পথচারীদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে।বাজারে অগ্নি সংযোগ হলে সেইসময় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি বাজারে প্রবেশ করতে পারে না।তাছাড়া শহর অপরিচ্ছন্ন থাকছে এবং শহর নোংরা হচ্ছে।