১৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশের একটি রাজ্যসভা আসনে ভোট, দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের জন্য দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশের ওই রাজ্যসভা আসনে ভোট হবে। চলতি মাসের ২৯ তারিখে উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে এবং ৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। বিজেপি সাংসদ হরদ্বার দুবের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, বিজেপি সাংসদ হরদ্বার দুবের মৃত্যুতে শূন্য হয়ে পড়া রাজ্যসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৫ সেপ্টেম্বর। ৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে।