আগরতলা , ২২ আগস্ট : বর্তমানে ভালো চলছে না প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ফিশারম্যান কমিটির উদ্যোগে একদিনের এক কর্মশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বললেন বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।
তাঁর কোথায় , শাসক দল বিজেপিকে পরাস্ত করার জন্য উপ-নির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস কিভাবে লড়াই করবে তার জন্য বর্তমান পরিচালন কমিটিকে ফর্মুলাও বেঁধে দিয়েছিলেন। কিন্তু বিজেপিকে পরাস্ত করতে এই ফর্মুলাতে এগিয়ে যায়নি কমিটি। সুতরাং বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য থাকলে সেই ফর্মুলা অনুসরণ করা দরকার ছিল প্রদেশ কংগ্রেসের কমিটির।