কলকাতা, ২২ আগস্ট (হি স)। চন্দ্রযান-৩-এর কৃতিত্ব রাজনৈতিক গোষ্ঠীর নয়। মঙ্গলবার সন্ধ্যায় টুইটারে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, “চন্দ্রযান-৩ মিশন সমগ্র জাতির জন্য গর্বের বিষয়! ইসরো দল ভারতের সম্পদ। তাদের কঠোর পরিশ্রম দেশের অগ্রগতির একটি প্রমাণ যা জনগণ, বিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের কাছ থেকে এসেছে। এটা কোনও রাজনৈতিক গোষ্ঠীর সাফল্য নয়। বাংলাসহ সারা দেশের বিজ্ঞানীরা এই মিশনে ব্যাপক অবদান রেখেছেন। আমি তাঁদের সকলের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই যাঁরা ভারতের চন্দ্র অন্বেষণকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন!
চন্দ্রযান-৩ চন্দ্রের দক্ষিণ মেরুতে পৌঁছোনোর সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করতে হবে।“

