কলকাতা, ২২ আগস্ট (হি স)। টাকার অভাবে উন্নয়নমূলক নানাকাজ আটকে গেলেও পুজো অনুদানের আর্থিক পরিমান এবারেও বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো কমিটিগুলোকে এবার ৭০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য।
মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিকেলে হয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরনিগম, দমকল, পুলিশ, কেএমডিএ-সহ সমস্ত দফতরের আধিকারিকরা।
বাংলার দুর্গাপুজোকে গোটা বিশ্বের কাছে আরও বৃহৎ আকারে পৌঁছে দিতে ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর বছর দুর্গাপুজোর কার্নিভালও আয়োজিত হয়ে আসছে তাঁর সরকারের আমলে।
অন্যান্যবারের মতো এবারও দুর্গাপুজো নিয়ে কমিটিগুলির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসন ও পুজো কমিটিগুলিকে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পুজো কমিটিগুলির অনুদান এই বছর ফের বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য ৭০ হাজার টাকা করার কথা ঘোষণা করেল মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিদ্যুতের বিল ১/৪ ভাগ দিতে হবে বলেও জানিয়ে দেন তিনি।
এদিন পুলিশ প্রশাসন ও পুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেন সেগুলি একনজরে দেখে নেওয়া যাক— ১. পরিবহণ দফতরকে বিশেষ বাস রাখতে হবে, ২. হঠাৎ করে কোনও সমস্যা হলে সামাল দিতে হবে— ৩. মেয়েদের নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে তা দেখতে হবে ৪. পুলিশ কন্ট্রোল রুম সবসময় চালু থাকবে
৫. পুজো কমিটিগুলিকে বেশি করে স্বেচ্ছাসেবী রাখতে হবে, ৬. মণ্ডপে প্রবেশ বাহিরের জন্য রাখতে হবে পৃথক পথ, ৭. প্রতিটি মণ্ডপে নিরাপদ বিদ্যুৎ ও আগুন নেভানোর ব্যবস্থা রাখতে হবে, ৮. স্থানীয় প্রশাসনকে বিসর্জনের জায়গায় রাখতে হবে পর্যাপ্ত আলো, ৯. সমস্ত জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, ১০. প্রয়োজনীয় চিকিৎসক, নার্স এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখতে হবে, ১১. হেল্পলাইন নম্বরগুলি যেন ঠিকটাকভাবে কাজ করে সেই দিকটিও দেখতে হবে।
বিদ্যুতের অপব্যবহার কমানো এবং অপ্রয়োজনীয় খরচের ক্ষেত্রে রাশ টানার বিষয়টিতেও নজর দিতে বলা হরেছে। শহরের যেসব জায়গায় রাস্তা খারাপ রয়েছে, পুজোর আগে সেগুলি যাতে দ্রুত মেরামত হয়ে যায়, সেই বার্তা দেওয়া হয়েছে এদিনের বৈঠক থেকে। পাশাপাশি বড় পুজো কমিটিগুলি যাতে ছোট পুজো কমিটিগুলির দায়িত্ব নেয়, সেই বার্তাও দেওয়া হয়েছে।

