ডায়মন্ড হারবার, ২২ আগস্ট (হি. স.) ডায়মন্ড হারবারে বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ । মঙ্গলবার বিকেলের এই দুর্ঘটনায় মৃত্যু হল দুই অটো যাত্রীর ।
বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। ঘটনায় দুই অটো যাত্রীর মৃত্যু হয়েছে। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও সাতজন। জখমদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কের কানপুর মোড়ের কাছে। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

