আগরতলা, ২২ আগস্ট।। কৈলাশহর মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় জরুরী কালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মঙ্গলবার এক মহড়া অনুষ্ঠিত হয় কৈলাশহর কাতলদীঘিতে। আজকের এই মহড়ায় এনডিআরএফ সহ অন্যান্য জরুরি বিভাগ একত্রিত হয়ে এই মহড়া করে। স্বাস্থ্য দপ্তর সহ দমকল বিভাগ ও এই মহড়াতে অংশগ্রহণ করে এদিন। মূলত জরুরিকালীন পরিস্থিতিতে তারা কিভাবে জনসাধারণকে রক্ষা করতে পারবে তার উপর এই আজকের এই মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় উপস্থিত ছিলেন কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, এনডিআরএফ ১ নং ব্যাটালিয়ানের ইন্সপেক্টর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। এদিন এই মহড়া দেখতে কৈলাশহর কাতল দীঘিতে ভিড় জমান অনেক জনসাধারণরা।
2023-08-22