বেহাল রাস্তায় ধানের চারা রোপন ক‍রে বড়জোড়ায় বিজেপির বিক্ষোভ

বাঁকুড়া, ২২ আগস্ট (হি. স.) বড়জোড়ায় বেহাল দশা রাস্তার জল কাদার উপর ধানের চারা রোপন করে বিক্ষোভ দেখালো বিজেপি।অভিনব কায়দায় এই বিক্ষোভ কর্মসূচি র নেতৃত্বে ছিলেন বিজেপির বড়জোড়া মন্ডল-১ সভাপতি গোবিন্দ ঘোষ ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সোমনাথ কর।

মঙ্গলবার সকালে একদল বিজেপির কর্মী সমর্থক বড়জোড়া এলাকায় মিছিল করে এসে থানা সংলগ্ন রাস্তার উপর ধানের চারা রোপন করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, বড়জোড়া থেকে ভৈরবপুর-বামুনডিহা ভায়া পখন্না – তাজপুর রাস্তা মরন ফাঁদে পরিনত হয়েছে। রাস্তাটি যেন দূর্ঘটনা র জন্য অপেক্ষা করছে। বছর দুয়েক আগে রাস্তাটি সংস্কার করা হয়। কাটমানির ফলে কাজ হয় অত্যন্ত নিম্ন মানের। মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষ দাবি করেন, সেই কারণেই অল্প সময়ের ব্যবধানেই ওই রাস্তা যানচলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পুরো রাস্তা খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টি হলেই জল কাদায় মাখামাখি হয়ে গিয়ে পায়ে চলার অযোগ্য হয়ে পড়ে। ফলে স্কুল যেতে ছেলেমেয়েদের বিড়ম্বনায় পড়তে হয়। অ্যাম্বুলেন্স, টোটো ঢুকতে পারে না। সোমনাথ করের অভিযোগ, এই বেহাল রাস্তার জন্য দায়ী পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পদাধিকারি থেকে শাসকদলের নেতারা। তিনি বলেন, আমরা এদিন প্রতীকী বিক্ষোভ করলাম। এরপরও যদি প্রশাসন উদাসীন থাকে তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জী প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ওরা নাটক করছে । এখন রোজ অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে। তাতে রাস্তার একটা জায়গায় কিছুটা জল জমে রয়েছে। আমি তো দুবেলা ওই রাস্তা দিয়েই যাতায়াত করি। তাতে তো অসুবিধা হয়না। তবে রাস্তাটির কিছু কিছু জায়গা হয়তো খারাপ হয়েছে। বর্ষার পরই তা সংস্কার করা হবে বলে তিনি মন্তব্য করেন।