ভোপাল, ২১ আগস্ট (হি.স) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নবনিযুক্ত ৫,৫৮০ জন শিক্ষককে নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীও তাদের অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার ২০২৩-২৪ শিক্ষা অধিবেশনে রাজ্য জুড়ে ৫ হাজার ৫৮০ জন নবনিযুক্ত শিক্ষককে অভিনন্দন জানিয়ে নিয়োগপত্র তুলে দেন। সিএম রাইজ গভর্নমেন্ট মহাত্মা গান্ধী উমাবি এবং বিএইচইএল-এ নবনিযুক্ত শিক্ষকদের হাতে এই নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। ভোপালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে যোগ দেন এবং নবনিযুক্ত শিক্ষকদের অভিনন্দন জানান।
এই অনুষ্ঠানের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি মধ্যপ্রদেশের প্রাথমিক বিদ্যালয়ে নিযুক্ত ৫,৫৮০জনেরও বেশি শিক্ষক ভাই-বোনদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে গঠন করা, তাদের আধুনিক হয়ে উঠতে পথ দেখানো এবং তাদের একটি নতুন দিকে নির্দেশ দেওয়া আপনাদের সকলের দায়িত্বের মধ্যে পড়ে।
মুখ্যমন্ত্রী শ্রী চৌহান বক্তৃতা দিয়ে বলেন, নবনিযুক্ত সকল শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বামী বিবেকানন্দ বলতেন, শিক্ষা হল সেটাই যা একজন মানুষকে চরিত্রবান মানুষ করে তৈরি করে, যার চরিত্র হবে সৎ, ভদ্র, পরিশ্রমী, দেশপ্রেমিক। সে শুধু নিজের জন্য চিন্তা করবে না অন্যকে নিয়ে ভাববে।
তিনি আরও বলেন, আজ আমি যা আছি, তার পুরো কৃতিত্ব আমার গুরু রতনচন্দ্র জৈন-এর। গুরু মানে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। শিক্ষক হওয়া কোনও সাধারণ কাজ নয়, শিক্ষকরাই মানুষকে মানুষ হিসেবে তৈরি করে। আমি সকল শিক্ষককে অনুরোধ করছি শিশুদের নিয়ে চিন্তা করুন, আপনাদের সকলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা আমার কাজ। আগামী প্রজন্মকেও আপনারাই তৈরি করবেন।