আগরতলা, ২১ আগস্ট।। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে কোন প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় ২ কেন্দ্রেই ৪ জন করে ভোটপ্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়।
সোমবার ছিল ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময় ৩ টা পর্যন্ত কোন প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে ধনপুরে এই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন প্রার্থী। তারা হলেন সি.পি.আই.এম দলের কৌশিক চন্দ ,বি.জে.পির বিন্দু দেবনাথ ও ২ জন নির্দল প্রার্থী অনিল রিয়াং ও বাপ্পি দেবনাথ। এই কেন্দ্রটিতে মোট ৫ জন মনোনয়ন জমা করেছিলেন। এর মধ্যে বয়স জনিত ত্রুটির কারনে নির্দল প্রার্থী আনিছুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয় মনোনয়ন পরীক্ষার দিন। এমনটাই জানিয়েছেন বিধানসভা কেন্দ্রটির উপ-নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার জয়ন্ত দে।
বাইট ১ জয়ন্ত দে।
বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের জন্য মোট ৪ জন মনোনয়ন জামা করেছিলেন। এই কেন্দ্রটিতেও কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ৪ জনই প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে। এরা হলেন সি.পি.আই .এম প্রার্থী মিজান হোসেন ,বি.জে.পি প্রার্থী তাফাজ্জল হোসেন ,নির্দল প্রার্থী মহম্মদ সেলিম ও নির্দল প্রার্থী রতন হোসেন। এমনটি জানিয়েছেন বক্সনগরের রিটার্নিং অফিসার ভাস্বর ভট্টাচার্যী।
এক কথায় মনোনয়ন প্ৰত্যাহারের নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই স্পষ্ট হলো উপ-নির্বাচনে কোন কেন্দ্রে কোন দলের কোন কোন প্রার্থীরা আদতে প্রতিদ্বন্দ্বিতা করছে।