নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স) : বিদেশ মন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর ও তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন সহ নয়জন নির্বাচিত রাজ্যসভার সদস্য সোমবার শপথ গ্রহণ করেন। এদিন তাঁদের শপথবাক্য পাঠ করান উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।
এদিন যারা শপথ নিয়েছেন তাঁদের মধ্যে বিজেপির জেসাংভাই দেশাই, কেশরী দেবসিংহ দিগ্বিজয় সিংহ ঝালা, ডাঃ এস জয়শঙ্কর এবং নগেন্দ্র রাই ছিলেন । পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রকাশ চিক বড়াইক, সুখেন্দু শেখর রায় এবং সমীরুল ইসলামও রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ। সকাল ১১টায় নবনির্বাচিত সকল সদস্য শপথগ্রহণ করেন।

