খড়গপুর, ২১ আগস্ট (হি. স.) : খড়গপুর শহরের মালঞ্চ রোডের কাছের একটি বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন । কারখানা থেকে গলকল করে বেরোতে দেখা যাচ্ছে ধোঁয়া। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকার আকাশ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। গোটা জায়গাটি ঘিরে রাখা হয়েছে। বিস্কুট কারখানার পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প। যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, সোমবার সকালে হঠাৎই ধোঁয়ৈ বের হতে দেখা যাও ওই কারখানা থেকে। ধীরে ধীরে ধোঁয়ার পরিমান বাড়তে থাকে। কারখানার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। বিস্কুট কারখানার পাশেই একটি পেট্রোল পাম্প থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দ্রুত খবর যায় দমকলে, খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজও। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান উৎসাহী জনতা। তবে নিরাপত্তার জন্য কাউকেই কাছে যেতে দেওয়া হচ্ছে না। ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। পাশেই পেট্রোল পাম্প থাকায়, আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে। তবে কী থেকে এই আগুন, সেই বিষয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি। সেক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণের আনার পর বিষয়টি খতিয়ে দেখবে দমকল। বিল্ডিংয়ের ইলেক্ট্রিসিটি সিস্টেম থেকে শুরু করে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা সবই খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।

