৮ লাখ ৭০ হাজার টাকার জিএসটি পেনাল্টি টিসিএ-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।। কার ভুলে হয়েছে, কার দোষে বিশাল অংকের ক্ষতি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের। সময়েই তা বেরিয়ে আসবে। আট লক্ষ ৭০ হাজার টাকার জিএসটিতে পেনাল্টি খেলো রাজ্য ক্রিকেট সংস্থা। জুলাই মাসে টিসিএতে যে কান্ড কারখানা গুলো হলো, এর ফলেই নাকি এই পেনাল্টি খেলো টিসিএ, প্রাপ্ত খবর এরকমই। টিসিএ সূত্রে খবর, এই পেনাল্টি হজম করার অন্যতম কারিগর নাকি সভাপতি তপন লোধের এক গুয়েমি ভাব। রাজ্যের ক্রিকেটারদের টাকা এই ভাবে জলাঞ্জলি হচ্ছে, বিষয়টা জনগণের ও জানা উচিত। টাকা গুলো তো রাজ্যের ক্রিকেটারদের উন্নয়নের স্বার্থে লাগার কথা। অযথা এই ভাবে পেনাল্টি দেবার কি মানে থাকতে পারে প্রশ্ন ক্রিকেট প্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *