নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন রাজীব গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ট্যুইট করে রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ট্যুইট করে লেখেন, “আমি প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছি।”
এছাড়াও রবিবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয়। শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও অন্যান্য নেতারা।

