ভোপাল, ২০ আগস্ট (হি.স) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার মধ্যপ্রদেশ সরকারের গরীব কল্যাণ মহা অভিযানের রিপোর্ট কার্ড চালু করবেন। ২০০৩ থেকে ২০২৩ সালের মোট ২০ বছরের রিপোর্ট কার্ড চালু করার কথা রবিবার।
কেন্দ্রের মোদী সরকার এবং মধ্যপ্রদেশ রাজ্যের শিবরাজ সিং চৌহানের সরকারের স্কিমগুলির মাধ্যমে জনগণের জীবনে কী পরিবর্তন আনা হয়েছে তারও পরিসংখ্যান রিপোর্টে থাকবে বলে সূত্রের তরফে জানা গিয়েছে। বিজেপির রাজ্য নির্বাচনের প্রধান ভূপেন্দ্র যাদব, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দলের রাজ্য সভাপতি ভিডি শর্মা, রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক হিতানন্দ শর্মাসহ বহু নেতা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানের পর অমিত শাহ গোয়ালিয়রে অনুষ্ঠিত বিজেপির বিস্তৃত ওয়ার্কিং কমিটির বৈঠকেও যোগদান করবেন।
সূত্র মারফত জানা গিয়েছে, শাহ বিমানবাহিনীর বিমানে দুপুর ১২ টা ৫ নাগাদ রাজাভোজ বিমানবন্দরে পৌঁছোবেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী কুশাভাউ ঠাকরে অডিটোরিয়ামে রাজ্য সরকারের ২০ বছরের গরিব কল্যাণ মহা অভিযানের রিপোর্ট কার্ড চালু করবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভোপাল ও গোয়ালিয়র সফরের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ড. নরোত্তম মিশ্র এবং গোয়ালিয়রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তুলসীরাম সিলাভাতকে মিনিস্টার-ইন-ওয়েটিং মনোনীত করা হয়েছে৷ মন্ত্রীর ভোপাল সফরকে কেন্দ্র করে পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার অনুষ্ঠানস্থল থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধকে নো ফ্লাইং এবং রেড জোন ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল থেকে এই আদেশ কার্যকর হয়েছে।

