বেঙ্গালুরু, ১৯ আগস্ট (হি.স.): কর্ণাটকে আগুন ধরে গেল উদ্যান এক্সপ্রেসে। শনিবার সকালে সাঙ্গোল্লি রায়ন্না রেলওয়ে স্টেশনে পৌঁছনোর পর আগুন লেগে যায় উদ্যান এক্সপ্রেসে। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার দু’ঘণ্টা পর এই ঘটনা ঘটে। কোনও হতাহত অথবা আহত হওয়ার ঘটনা ঘটেনি। দমকলের ইঞ্জিন ও বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দক্ষিণ-পশ্চিম রেলওয়ে জানিয়েছে, শনিবার সকালে সাঙ্গোল্লি রায়ন্না রেলওয়ে স্টেশনে পৌঁছয় উদ্যান এক্সপ্রেস। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার দু’ঘণ্টা পর ট্রেনে আগুন ধরে যায়। স্টেশন চত্বর ধোঁয়ায় ঢেকে যায়। কোনও হতাহত অথবা আহত হওয়ার ঘটনা ঘটেনি। দমকলের ইঞ্জিন ও বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।