উত্তর ২৪ পরগনার, ১৯ আগস্ট (হি. স.) : কাজের সন্ধানে ভারতে আসতে চেয়েছিল।দালালের মাধ্যমে চোরাপথে আসে বাংলাদেশের তিন নাবালিকা৷ তাদেরই একজনকে গণধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাগদা থানার মন টোপলা এলাকায়৷ শনিবার সকালে ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতায় কাজ দেওয়ার জন্য বাংলাদেশি এক দালালের হাত ধরে তিন নাবালিকাকে বাগদা এলাকায় নিয়ে আসা হয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে ভারতে প্রবেশ করার পরই দালালদের সম্ভ্রমহানির শিকার হয় এক নাবালিকা।
অভিযোগ, এরপর কলকাতায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভারতীয় দালাল প্রমথ মণ্ডল ওরফে পরী ওই তিন নাবালিকাকে রাতের অন্ধকারে মনটোপলা এলাকায় একটি মুরগির খামারে নিয়ে আসে। তিন বন্ধুকে সেখানে ডেকে নেয় পরী। সেখানে মদ্যপ অবস্থায় এক নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷ বাকি দুই নাবালিকা পালিয়ে যায়৷
নিগৃহীতা নাবালিকা ও তার দুই বন্ধুর চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। তাঁরাই অভিযুক্ত চার যুবকের মধ্যে দু’জনকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ। ধৃতদের জেরা করে তল্লাশি চালিয়ে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।