বুদ্ধ-অমরনাথ যাত্রাকে ঘিরে কড়া নিরাপত্তা, জম্মু থেকে রওনা পুণ্যার্থীদের প্রথম দল

জম্মু, ১৮ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরে ১১ দিন ব্যাপী বার্ষিক বুদ্ধ-অমরনাথ যাত্রাকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার ভূমি পূজা অনুষ্ঠিত হয়। আর শুক্রবার ভোরে তীর্থ যাত্রীদের প্রথম দলটি জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে রওনা দিয়েছে। এই যাত্রা চলবে চলতি মাসের শেষ পর্যন্ত।

বাবা বুদ্ধ-অমরনাথ মন্দির স্থানীয়ভাবে চাট্টানিবাবা অমরনাথ মন্দির নামে পরিচিত। প্রতিবছর বহু মানুষ এই মন্দির দর্শনে আসেন। এডিজিপি (জম্মু) মুকেশ সিং বলেছেন, “শুক্রবার থেকে শুরু হওয়া বুদ্ধ অমরনাথ যাত্রার জন্য সমস্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আগামী ১১ দিন চলবে এই যাত্রা। সমস্ত পুণ্যার্থীদের তাঁদের যাত্রার জন্য শুভেচ্ছা রইল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *