মহারাজগঞ্জ বাজারে অভিযান সদর মহকুমা প্রশাসনিক আধিকারিকদের

আগরতলা , ১৮ আগস্ট :পেঁয়াজের মূল্যবৃদ্ধির অভিযোগ পেয়ে আজ মহারাজগঞ্জ বাজারে অভিযানে চালিয়েছে সদর মহকুমা প্রশাসনিক আধিকারিকেরা।

খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী জানিয়েছেন,দেখা গেছে গত দুদিন ধরে পেঁয়াজের দাম এক লাফে বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে কুড়ি টাকার অধিক।পাইকারি পেঁয়াজের মূল্য লক্ষ্য করা গেছে ৩৬ টাকা এবং খুচরো পেঁয়াজের মূল্য ৩৮ থেকে ৪০ টাকা। তার কারণ , নাসিকে অতিরিক্ত বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে পেঁয়াজ নষ্ট হয়েছে। যার ফলে সেখানে মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে রাজ্যের বাজারগুলিতে । আগামী কিছু দিনের মধ্যে পেঁয়াজের দাম কমবে বলে জানান তিনি।