বেঙ্গালুরু, ১৮ আগস্ট (হি.স.): বিগত ৯ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে অনেক প্রযুক্তিগত উন্নতিসাধন করেছে ভারত। বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, সেই চেতনায় ৩ডি-প্রিন্টেড বিল্ডিং সাইট নির্মাণ করা একটি মহৎ উদ্যোগ। শুক্রবার সকালে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ভারতের প্রথম ৩ডি প্রিন্টেড পোস্ট অফিস ভবনের শুভ উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “এই শহর সর্বদা ভারতের একটি নতুন ছবি উপস্থাপন করে। এই ৩ডি-প্রিন্ট পোস্ট অফিস বিল্ডিংয়ের পরিপ্রেক্ষিতে আপনারা যে নতুন ছবি দেখেছেন তা বর্তমান ভারতের চেতনা। এটাই সেই চেতনা যা নিয়ে ভারত এখন অগ্রসর হচ্ছে…উন্নয়নের চেতনা, আমাদের নিজস্ব প্রযুক্তির বিকাশের চেতনা যা সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। এই সবই সম্ভব হয়েছে কারণ দেশের এমন একটি নেতৃত্ব রয়েছে যা নির্ধারক এবং আমাদের জনগণের সামর্থ্যের উপর আস্থা রাখে।”

