শ্রীনগর, ১৮ আগস্ট (হি.স.): ফিল্ম ট্যুরিজমের পুনরুজ্জীবন প্রত্যক্ষ করছে জম্মু ও ক্ষ্মীর। ৮০-র দশকের চলচ্চিত্র যুগ ফিরে এসেছে জম্মু ও কাশ্মীরে, দুই বছর আগে নতুন ফিল্ম নীতি চালু হওয়ার পর ৩০০টিরও বেশি সিনেমা এবং সিরিয়ালের শুটিং করা হয়েছে। এই মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। শুক্রবার জিরো ব্রিজে টিভি সিরিয়াল ‘পশমিনার’ প্রথম দিনের শুটিং উদ্বোধন করার পরে উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, দুই বছর আগে জম্মু ও কাশ্মীর প্রশাসন সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পরে একটি নতুন চলচ্চিত্র নীতি চালু করেছিল। তাই জম্মু ও কাশ্মীর আবারও প্রিয় চলচ্চিত্র গন্তব্য হিসাবে উঠে আসছে।
উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, ১৯৮০ সালের সেই যুগ ফিরে এসেছে, যখন কাশ্মীরে হলিউড এবং বলিউডের ছবির শুটিং করা হয়েছিল। তিনি আরও বলেছেন, ফিল্ম ট্যুরিজমের পুনরুজ্জীবন জম্মু ও কাশ্মীরের অর্থনীতি বৃদ্ধিতে সাহায্য করবে এবং যুবকদের জীবিকার সুযোগ প্রদান করবে।