আগরতলা, ১৮ আগস্ট : বিদ্যুৎ ও জলের দাবীতে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো এলাকায় পথ অবরোধ অব্যাহত। শুক্রবারও তার ব্যতিক্রম নয়। এদিন পানীয় জলের দাবীতে সাব্রুম থেকে বৈষ্ণবপুর যাওয়ার সড়ক অবরোধ করল আইলমারা এলাকার জনগণ। অভিযোগ বিগত ২৮ দিন ধরে জল ও বিদ্যুৎহীন গোটা এলাকা। বারবার সংশ্লিষ্ট দপ্তরের গোচরে বিষয়টি নিয়েও কাজের কাজের কিছুই হচ্ছে না। তাই শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে তারা এদিন সড়ক অবরোধ করে। এই তীব্র গরমে জল ও বিদ্যুতের অভাবে এক প্রকার জনজীবন বিপর্যস্ত। এদিন রাস্তা অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিরশিকার হন সাধারন মানুষ।
2023-08-18