পর্যটনশিল্পের বিকাশের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চাইছে বিজেপি সরকার : পর্যটনমন্ত্রী

আগরতলা , ১৮ আগস্ট : পর্যটনশিল্পের বিকাশের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চাইছে বিজেপি সরকার ৷আজ সচিবালয়ে পর্যটন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

তাঁর কথায় ,রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পর্যটনদপ্তরের তরফ থেকে নেওয়া হচ্ছে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এদিন ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট -এর আর্থিক সহায়তায় রাজ্যের পর্যটনের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণের প্রস্তাব রাখা হয়েছে৷