আগরতলা , ১৮ আগস্ট : প্লাস্টিক, তামাকজাত দ্রব্য ও মেয়াদ উত্তীর্ণ জিনিসের বিরুদ্ধে অভিযানে নেমেছে বিশালগড় মহকুমা প্রশাসন ও জেলা টোবাকো কন্ট্রোল সেলের টিম। মহকুমা আধিকারিকরা বিশালগড় এবং চড়িলামে কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে।
জনৈক অধিকারির জানান ,আজ অভিযানে সাতটি দোকান থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ,তামাকজাত দ্রব্য ও মেয়াদ উত্তীর্ণ জিনিস উদ্ধার করা হয়েছে । তাছাড়া একটি মাংসের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ একটি ইলেকট্রনিক উইং মেশিন নিয়ে আসা হয়েছে। পাশাপাশি দোকানের মালিকদের আর্থিক জরিমানা ও করা হয়েছে।প্ল্যাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের জন্য একহাজার টাকা, তামাকজাত দ্রব্য ও মেয়াদ উত্তীর্ণ জিনিসের জন্য দুইশো টাকা করে জরিমানা করা হয়েছে।