রাঁচি, ১৭ আগস্ট (হি. স.) : বৃহস্পতিবার বিকেলে রাঁচির লালপুর থানা এলাকার কোর্টে অবস্থিত সার্কিট হাউসে আগুন লাগে। শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে জানা গেছে । এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
সার্কিট হাউসের নিচতলায় আগুন লাগে। আগুনের জেরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা পুলিশ ও দমকল সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে দমকলের ইঞ্জিন এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন ইনচার্জ আদিকান্ত মাহাতো জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে হতাহতের কোনও খবর নেই।