জুয়েলস-ত্রিবেনীর ম্যাচ দিয়ে ঘয়োয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল শুরু ২৩শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। প্রথম ডিভিশন লিগ ফুটবল শুরু হচ্ছে আগামী ২৩ আগস্ট থেকে। লীগ কমিটির বৈঠকে আজ এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টি এফ এ অনুমোদিত এ-ডিভিশন ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে লীগ কমিটির বৈঠকে স্থির হয়েছে আগামী ২৩ আগস্ট থেকে এ-ডিভিশন লিগ ফুটবল শুরু হবে। প্রথম ম্যাচ হবে জুয়েলস অ্যাসোসিয়েশন এবং ত্রিবেণী সংঘের মধ্যে। ২০ আগস্ট এর মধ্যে এন্ট্রি ফি জমা করার জন্য বলা হয়েছে। ‌ খেলোয়ারদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে খেলার শুরুর ২৪ ঘন্টা আগে। আজ সন্ধ্যায় টিএফএ অফিসে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত সমূহ লীগ কমিটির সেক্রেটারি তপন সাহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *