মাদকের অপব্যবহার বর্তমান সময়ে সমাজ ও দেশের জন্য উদ্বেগের বিষয : রাষ্ট্রপতি

কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): মাদকের অপব্যবহার বর্তমান সময়ে সমাজ ও দেশের জন্য উদ্বেগের বিষয়। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, “মাদকের সমস্যা সমাজের প্রতিটি স্তরে শিকড় বিস্তার করেছে। মাদকের অপব্যবহার বর্তমান সময়ে সমাজ ও দেশের জন্য উদ্বেগের বিষয়। এর আন্তর্জাতিক মাত্রাও রয়েছে।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ”নেশা মুক্ত ভারত” গড়ার জন্য যুবসমাজ-সহ সমগ্র দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার কলকাতায় রাজভবনে নেশা মুক্ত ভারত অভিযানের অন্তর্গত ‘মাই বেঙ্গল অ্যাডিকশন ফ্রি বেঙ্গল” শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, “স্কুল কলেজ থেকেই যে কোনও ধরনের আসক্তির কুফল সম্পর্কে তাদের সচেতন করা সম্ভব এবং এ ব্যাপারে শিক্ষক-শিক্ষিকাই অগ্রণী ভূমিকা নিতে পারেন।”
রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমাদের যুব সমাজের মধ্যে মাদকের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হওয়া স্বাভাবিকই। তবে এটা চিন্তা করার সময় নয়, বরং চিন্তা করার এবং সমাধানের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার সময়। আধ্যাত্মিক জাগরণ, নিরাময়, সামাজিক সংহতি এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এই পরিস্থিতির উন্নতি করা যেতে পারে।” রাষ্ট্রপতির কথায়, “মানসিক চাপ এবং সহকর্মীদের চাপের কারণে যে কোনও ধরনের আসক্তি তৈরি হয়।আসক্তি শুধু স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, এটি আরও অনেক ব্যাধির দিকে নিয়ে যায়। মানুষ অভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়ে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়াও মানুষের চরিত্রে পড়ে।”

রাষ্ট্রপতি বলেছেন, “সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং, গ্রুপ ডিসকাশন, খেলাধুলা, সৃজনশীল কার্যক্রম এবং অন্যান্য মাধ্যমে শিক্ষার্থীরা কোনও ভুল পথে যাচ্ছে কিনা তা খুঁজে বের করতে হবে। এমন কিছু সামনে এলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।” রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন, “যারা মাদক সেবন করেন তাদের কাছে আমার অনুরোধ, মাদকাসক্তিকে আপনার জীবনকে ধ্বংস করতে দেবেন না। আপনি যদি কোনও ধরনের মানসিক চাপের মধ্যে থাকেন তাহলে আপনার বন্ধু, আপনার পরিবার অথবা আপনার আশেপাশের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলুন। এমন কোন সমস্যা নেই যা আপনি আপনার ইচ্ছাশক্তি দিয়ে মোকাবেলা করতে পারবেন না।”
একদিনের সফরে বৃহস্পতিবার সকালেই কলকাতায় এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকে রাজভবনে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *