ফের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ১৭ আগস্ট : বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠলো। সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে ঠিকাদারকে দিয়ে কাজ করানোর পর টাকা না দেওয়ায় ঠিকাদার সাই কম্পিউটার সংস্থার উপর ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা নাগাদ বিদ্যুতের গ্যাং মেশিন তালাবন্ধী করে তিনটি কাটাউট অর্থাৎ গ্রীফ খুলে নিয়ে চলে যায়।ঘটনা কৈলাশহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকায়। যার ফলে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত ইছবপুর গ্রাম পঞ্চায়েতের এক নং এবং দুই নং ওয়ার্ড এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়নি। যার ফলে এই দুই ওয়ার্ড এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর ইছবপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের নির্বাচিত পঞ্চায়েত সদস্য জয় সিনহা কয়েকবার সাই কম্পিউটার লিমিটেডের অফিসে ফোন করলেও ফোন কেউ রিসিভ করেনি। কয়েকবার ফোন করার পর সকাল আটটা নাগাদ সাই কম্পিউটার লিমিটেডের এক আধিকারিক ফোন রিসিভ করে জানান, আধ ঘন্টার মধ্যে সাই কম্পিউটার সংস্থার কর্মীরা এসে বিদ্যুৎ সারাই করে দেবে। কিন্তু দুপুর অব্দি বিদ্যুৎ সারাই হয়নি এবং পানীয়জল সরবরাহ করা হয়নি বলে পঞ্চায়েত সদস্য জয় সিনহা জানান। তিনি আরও জানান, সাই কম্পিউটার সংস্থা ঠিকাদারকে দিয়ে কাজ করানোর পর ঠিকাদার টাকা পায়নি। সাই কম্পিউটার সংস্থা আর ঠিকাদারের যাতাকলে সাধারণ নিরীহ গ্রামবাসীরা নাজেহাল এবং ভোগান্তির শিকার বলেও জানান তিনি। সাই কম্পিউটার লিমিটেডের এহেন কান্ডের বিরুদ্ধে কৈলাশহর থানায় লিখিত মামলা করা হয়েছে বলেও জানান জয় সিনহা। তবে এখন দেখার বিষয় কবে নাগাদ সমস্যার স্থায়ী সমাধান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *