ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। নয়া দিল্লির তাল কোটরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা খেলোয়াররা দারুন সাফল্য পেয়েছে। বিশেষ করে বিরাজ বণিক রৌপ্য পদক এবং আরীশ রায় ব্রোঞ্জ পদক পেয়েছে। ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ১৩ সদস্যের রাজ্য দল ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এই আন্তর্জাতিক ক্যারাটে আসরে অংশগ্রহণ করেছিল। আগামী দিনে রাজ্য দলের খেলোয়াড়রা আরও সাফল্য পাবে বলে কর্মকর্তারা আশাবাদী।
2023-08-16