উপজাতি ভোটারদের গ্রেটার তিপ্রাল্যান্ড ‘র স্বপ্ন দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে : কমলপুরে আয়োজিত এক যোগদান সভায় একথা বলেন মনোজ কান্তি দেব

আগরতলা, ১৬ আগস্ট।। ফের তিপ্রা মথার দুর্গে হানা দিলো ভারতীয় জনতা পার্টি। বুধবার বেলা বারোটায় কমলপুর বিজেপি ভবনে এক যোগদানসভা হয়। ঐ যোগদান সভায় সাত পরিবারের ৪০ জন উপজাতি ভোটার তিপ্রামথা থেকে বিজেপি দলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা দিয়ে স্বাগত জানান কমলপুর কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়া ছিলেন জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সুবিনয় দেব্বর্মা,সহ সভাপতি সমীরণ দেব্বর্মা,বিজেপি মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা, বিজেপি’র কৃষক নেতা তাপস পাল, মন্ডলের সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী প্রমুখ। সেখানে মনোজ কান্তি দেব বলেন উপজাতি ভোটারদের গ্রেটার তিপ্রাল্যান্ড ‘র স্বপ্ন দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। তারা ২০১৮’র নির্বাচনে আমাদের দলকেই ভোট দিয়েছিলো। কিন্তু সদ্যসমাপ্ত বিধানসভার নির্বাচনে তাদের কাছ থেকে আমরা ভোট অনেক কম পেয়েছি। যেখানে তিপ্রামথা ভোট বেশি পেয়েছিলো
তিনি বলেন ত্রিপুরার ইতিহাস দেখলে দেখা যায় উপজাতিভিত্তিক দলগুলির স্থায়িত্ব বেশিদিন থাকেনা। তিপ্রামথাও আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত কতটুকু টিকে থাকে দেখুন। তিপ্রাল্যান্ডই যেখানে অসম্ভব সেখানে গ্রেটার তিপ্রাল্যান্ড তো অবাস্তব দাবি। কিন্তু রাজ্যের সহজ সরল উপজাতিদের সেই কল্পিত স্বপ্ন দেখানো হচ্ছে। তাই মানুষ সেটা বুঝতে পারছে। তাই তারা জাতীয় দল বিজেপি তে সামিল হচ্ছে। তিনি বলেন ভারতে দুটো জাতীয় দল আছে। একটা বিজেপি আর অপরটা কংগ্রেস। তিনি বলেন কংগ্রেসের কি হাল তা আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বলেন কংগ্রেসের অবস্থা দিনদিন সির্ণকায় হচ্ছে। তিনি বলেন আমিও কংগ্রেস দল করতাম।২০১৭ সালের সেপ্টেম্বর মাসে আমি বিজেপি তে যোগ দেই।২০১৮’র নির্বাচনে বিজেপি আমাকে মনোনয়ন দেয়। জয়লাভ করি।২০২৩ -এও মনোনয়ন দেয়। আমি জনগণের আশীর্বাদে জয়লাভ করি। তাই দেশে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশে চলছে বিজেপি সরকার। ঠিক তেমন এই রাজ্যেও ডাক্তার মানিক সাহারা নেতৃত্বে চলছে বিজেপি সরকার। বিজেপি রাজনৈতিক রং দেখে নয় সবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। রাজ্যে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি ভালো ফলাফল করবে। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় বসা শুধু সময়ের অপেক্ষা।